আমাকে ভুলে গেলেই তো ভালো হতো,
কোন সমস্যা হতো না,
কি দরকার ছিল বিশেষ একটি গান মনে রাখার,
বিশেষ একটি ফুল মনে রাখার,
কি দরকার ছিল বিশেষ একটি সন্ধ্যা মনে রাখার,
যে সন্ধ্যা শুধুই ছিল নীরব সাহচর্য্য,
বিশেষ কিছু বলা হয়নি,
বুঝিয়েও দেওয়া হয়নি কতো দামী সেই স্বল্প সময়।

শুধুই আশা, শুধুই আশ্বাষ,
চুপিচুপি হৃদয়ের শেষ প্রান্তে পৌছে গিয়েছে,
অথচ প্রকাশ হয়নি।

সেই গান আজ ফিরে ফিরে আসে কানে,
সেই ফুল আজ সবচেয়ে প্রিয় লাগে।
কতোই সোনালী সন্ধ্যা এলো জীবনে,
কোনটাই ছড়ালো না প্রানে
সেই সুরের ছটা,
সেই মন-মাতানো, বুক-কাঁপানো
দুরুদুরু করা আকুলতা,


যা এসেছিল একবার।