ভাঙা জানালা। হৃদয়ের মতো। বৃষ্টির ফোঁটাগুলো স্পর্শ করে যাচ্ছে মন। মিলিয়ে দিচ্ছে দুই জগত্। কবিতাকেও। গল্পরা মেলেছে ডানা। ময়ূরের পেখমের আড়ালে কার মুখ? অন্ধকার রাত। আর রাতের অন্ধকারে তুমি। স্মৃতী। বৃষ্টির ফোঁটাগুলো অবিরাম। উদ্ধত। একাকিত্ব  কি জানে একাকিত্ব কত ভয়ঙ্কর?