ঈদ মানে একার আনন্দ নয়
ঈদ মানে নয় একার খুশি,
ঈদ হলো ভাই মিলেমিশে
ধনী গরিব দেখি ঐক্যের হাসি।


ঈদ মানে তো একটি দিন
ভালো থাকা নয়,
ঈদ হলো সারাজীবন
শিক্ষাটা হোক ঈদ ময়।


ঈদের আগে দান করি
ঈদের পরেও থাকুক,
ধনীর টাকা গরিবের হক
এটা সবাই মানুক।


ঈদের আগেও ঈদের পরেও
নাহি করি ভেদাভেদ,
সমান তালে সারা বছর
সম্প্রীতিতে নাহি পড়ুক ছেদ।


এটাই আমার এটা তোমার
এটাই হোক সবার চাওয়া,
একদিন নয় সারা বছর
ঈদ হবে তবে পাওয়া।