অই যে বালির  চর
বাঁধছে কে রে ঘর
বোকার বোকা বলব কি আর
আসলেই বর্বর ।

বালির চরে কে ঘর বাঁধে
কে রাখে পা নিজের ফাঁদে  
কে করে লোভ,লাভে নিজের
আপণকে আজ পর।

বলব কি আর ওদের কথা
কত যে বর্বর ।