মমিনুল হক

ঝাল কথা কেউ বললে বচের
লাল হয়ে যায় গাল
জামা কাপড় ছিড়তে থাকেন
জোরছে মারেন ফাল।

জ্বলতে থাকেন ভীষণ রাগে
চালান ঘুসি পেলেই বাগে
আবল তাবল বলেন যা তা
ছুড়ে মারেন কলম খাতা
হুল স্থূল কান্ড আরো
কত যে গোলমাল ।

বেয়াদবি আমার সাথে
দেখিস তোকে বেত্রাঘাতে
সামনে পেলে নেই ক্ষমা তোর
তুলব পিঠের ছাল।

জেনে রাখিস নামটা আমার
জ্যান্ত হীরা লাল।