চোরের দেশে চোর গুলো ভাই
করছে কত চুরি
কি চেহারা, পোশাক দেখুন
বাড়ছে কেবল ভুঁড়ি।

রাত দিনে হায় খায়রে কত
শরীরটা যেন পশুর  মত
বলতে পারেন চোরের সেরা
না আছে তার জুড়ি ।

চোরের ঘাঁটি চোরের ঘর
কেউ বলে না ওদের ধর।