মমিনুল হক
একটি ছড়ার গায়ে ব্যথা
একটি ছড়ার জ্বর
একটি ছড়ার হচ্ছে বমি
নষ্ট সারা ঘর।
একটি ছড়ার পেটে অসুখ
একটি ভেঙে হাত
চিল্লা চিলি করে ব্যথায়
কাটলো সারা রাত।
একটি ছড়ার নষ্ট দু‘চোখ
একটি ছড়ার নাক
একটি ছড়ার মগজ দেখি
মস্ত বড় ফাঁক।
একটি ছড়ার হার্টে অসুখ
একটি ছড়ার কানে
যতই চেঁচান শুনবে না সে
দিন কাটে তার গানে।
একটি ছড়া কলকি টানে
একটি ছড়ার বুকে
শব্দ বোঝাই ছন্দ গাঁথে
মনের নানা শোকে।
গোলা ভরা ছড়া ই ছড়া
কোনটা যে কি মানে
তার‘চে ভালো আড্ডা মারি
জীবন গাঁথা প্রাণে।