বসুরহাটে শ্বশুরবাড়ি
শশীদলে শালা
মহাখালী শালী থাকে
তাকে নিয়ে জ্বালা ।

বিদেশ থাকে শালীর জামাই
করছে রুজি মেলা কামাই
বাড়ি ঘরের নেই যে খবর
ঝুলছে ঘরে তালা।

সালিশ নালিশ কি আর বলি
আমার যত জ্বালা ।

রাগে শালী বসুর হাট
আমার ওপর কি ঝঞ্ঝাট।