নিজের ঘরে যায় না থাকা
থাকার কথা ঘরে
যাই বেঁচে ভাই কোন মতে
মরার আগে মরে।

এমন দেশে বাস করি ভাই
ন্যায় নীতিটার আর দেখা নাই
শক্তি দিয়ে চলছে শাসন
মুখ খুলে কেউ ডরে।

মামলা জালে ছুটছে মানুষ
থাকছে না কেউ ঘরে।