পেটে ক্ষিদা
বুকে জ্বালা
পায়ে শিকল
মুখে তালা
কোথায় যাবেন?

ডানে বাঁয়ে
উপর নীচে
আমরা আছি
পিছে পিছে
কোথায় যাবেন?

বন্ধ যাবার পথ
ভাবনা মতামত।