মমিনুল হক

ভেতরে ই সে লুকিয়ে  ছিল
দেয়নি কভু দেখা
হঠাৎ সেদিন বলছে তোমার
পড়েছি সব লেখা।

ও যে কত দুষ্ট পাজি
কাছে এসো হয় না রাজি
যখন বলি যাও

অমনি এসে সামনে দাড়ায়
স্বপ্ন মাখা দু‘হাত বাড়ায়
বলে এবার নাও।