মমিনুল হক


লোকে বলে টাকা হলে
টাকা নাকি কথা বলে।

লোকে বলে টাকা হলে
পাথর ও যায় গলে গলে।

লোকে বলে টাকা হলে
আমড়া গাছেও আঙুর ফলে।

লোকে বলে টাকা হলে
দিন দুপুরে বাতিও জ্বলে।

লোকে বলে টাকা হলে
নৌকা চলে জলে স্থলে

লোকে বলে।