যেখানেই যাই,           আর যেদিকে তাকাই,
           সিস্টেম দেখি চারদিকে;
কোথাও বা ঘুষ নামে,          কোথাও বা ডোনেশনে,
            সবখানে আছে সে টিকে।
কোথাও বা তোলাবাজি,          কোথাও সিন্ডিকেট,
            বেহিসেবী টাকা যায় গলে;
কখনো পূজোর চাঁদা,          কখনো পাড়ার দাদা,
             টাকা মেরে দেয় ছলে বলে।
সাদা টাকা কালো হয়,        কালো হয় সাদা–
                এই নিয়ে চলে সিস্টেম ;
কখনো হাওয়ালায়,        কখনও সোনার বারে–
                   এ বড় মজাদার গেম।
                         —০০০—