শুনতে পাচ্ছ আমার কথা ---
আমি মাতৃগর্ভে অঙ্কুরিত এক ভ্রূণ,  
আমি চাইনা, চাইনা তোমাদের এই
সুসভ্য সমাজে আসতে।
তোমরা জীবের মধ্যে শ্রেষ্ঠ
এখনেই আমার কষ্ট,  
পৃথ্বীর আদি জন্মকাল থেকে
বিষ বৃক্ষের ফল খেয়ে,
যে সৃষ্টির উল্লাসে মেতেছিলে?
আজ তোমরা সেই অমৃতের সন্তান হয়ে
নিজের মাতা সম মাতৃ গর্ভে রোপণ করো
সৃষ্টির সেই বীজ।
নিজের কন্যার গর্ভেও তা প্রদান করো,
নিজের দিকে তাকাও, ভাবো,
কে তুমি? তুমি কি পশু?
তা হলে যাও জঙ্গলে।
সেথায় স্থান নেই তোমাদের
বিতাড়িত হবে সেখান থেকে,
সেখানের বাসিন্দারাও
তোমাদের প্রতি নেই বিশ্বাস।
মুখ লুকবে জলের গভীরে?
তোমরা জলজ-ও নও উভয়চর-ও নও
যাবে অন্তরীক্ষে?
তোমরা পক্ষী নও
জল-স্থল-অন্তরীক্ষে যেখানেই যাও
শুনতে পাবে একটি শব্দ
-- ছিঃ --
==বিবি==