প্রথম দর্শন মাত্র তোমার প্রেমে পরেছি,
গত রাতে আমরা একসাথে
সৈকতে হাত ধরে হেঁটেছি।  
রূপালী চাঁদের আলোর চুম্বনে
সারা রাত কথা বলেছি।
আমি তোমার চোখে চোখ রেখে
ভালোবাসার গভীরতা মেপেছি।
আমরা একে অপরের হবো
তারই স্বপ্ন আমরা দেখেছি।  
কিন্তু এখন আমরা পৃথক
এই সময়টা কেন প্রবাহিত হয় না?
যেন থমকে আছে একই সময়ে।
পৃথিবী কি তার ঘূর্ণন বন্ধ করেছে?
তবে কেন আসে না ফিরে
তার সাথে মিলনের সে ক্ষণ?
‘সময়’-- আমাকে তুমি বল--  
তারও কি আমার মতো একই অনুভূতি?
একই আকুলতা? একই তৃষ্ণা?
ভালোবাসা কি তাহলে ---
একে অপরের জন্য উপলব্ধি?
ভালবাসায় থাকে না কি কোন সীমা?
কোন রঙ, দেখে না কোন সময়?  
মানে না কোন অধিষ্ঠিত দূরত্ব
মানে না কোন বাধা।
আমার প্রেম তৃষ্ণা আকুল হয়ে চায়
সেই সে সময়, সেই সে ক্ষণ,
আমাদের মিলন লগন।    
আমার প্রেম, নবজাতক প্রেম,
আমি পতিত হয়েছিলাম প্রেমে
তোমার প্রথম দর্শন মাত্র।
==বিবি==