সেদিন সন্ধ্যা বেলায়
তুমি দাঁড়িয়ে ছিলে,
পরনে লাল ঢাকাই শাড়ি
হাতে রবীন্দ্র রচনাবলী।
আমি ছিলাম উল্টো দিকে,
লাগছিলো বেশ তোমাকে,
মনে হলো এখনি যাই ছুটে,
চুলে  স্বর্ণ চাঁপা দিই গুঁজে।
আমি পারিনি চোখ ফেরাতে,
দেখেছি দুচোখ ভরে তোমাকে।
কত কথা বলেছি মনে মনে,
পেয়েছিলে কী শুনতে?
তুমি খুঁজছিলে যেন কাউকে,
হয়তো আমারই মতো কাউকে!
হটাৎ-হাসলে তুমি তাকিয়ে,
হাসলাম আমিও, মনের রঙ মিশিয়ে।
ভাবি শেষ হলো বুঝি পতীক্ষার,
তখনি-ই এলো বন্ধুটি আমার,
কার জন্য হাসিটি তোমার?
লাজুক হয়ে বলি,”ওই মেয়েটির”
কোথায় সে? কোন মেয়েটির?
অবাক হয়ে দেখি,
কী যে হলও ভুল?
তুমি শাড়ির দোকানের—
“এক পুতুল”
==বিবি==