এখন বৃষ্টি হচ্ছে বাইরে
আকাশের কান্নায় শীতল হচ্ছে ভূমি
অথচ আমি কত দিন কাঁদিনি!
কত কাল থেকে খরায় ভুগছে হৃদয়।
মনে আছে যেদিন তুমি চলে গিয়েছিলে
সেদিন শেষ কেঁদেছিলাম
ডায়েরীর পাতায় আজও তার দাগ লেগে আছে,
তারপর থেকে বোবা হয়ে গেছে চোখ
বজ্রপাতে কুঁকড়ে গেছে হৃদয়
এখন আমি আর চাইলেও কাঁদতে পারিনা।


প্রকৃতির এই উপহাস আমি কি করে সইব
কান্নাহীনতা আজ আমায় গ্রাস করেছে
এতটুকু মেঘ আর জমা নেই
যা থেকে করতে পারি অশ্রু বর্ষণ
এতটাই শুষ্ক হয়েছে ভূমি
এক বিন্দু বাষ্পও উড়াতে আমি অক্ষম
অথচ কাঁদলে মানুষকে কত পবিত্র লাগে।