আমার কবিতা গুলো এখনও হাফপ্যান্ট পড়া ছাড়েনি
অথচ বেদনার সংজ্ঞা জেনে গেছে
তোমার কাছে তা নিছক পাগলামি
কিংবা ছেলেখেলা মনে হতে পারে
কিন্তু আমি জানি ঠিক কতটুকু পুড়ে গেলে
সাদা থেকে সব কিছু কালো হয়ে যায়।
কবিতার আবেদন বুঝ কিনা জানিনা
আমার কবিতা গুলো একটু স্নেহের আশায়
কত কাল তোমার আঁচল ধরে টেনেছে
তোমার পায়ের আঙলে ডুকরে কেঁদেছে
ফিরেও তাকাওনি—
নাইবা তাকালে
কবিরাও উৎকৃষ্ট পিতা হতে জানে।
জন্ম সব সময় মহৎ কিছু বয়ে আনে না
কিন্তু মহৎ কিছু সব সময়ই
একটি নতুন জিনিসের জন্ম দিয়ে যায়
যা ইত:পূর্বে ছিল না
থাকলেও না থাকার প্রাচীরে বন্দী।
সন্তান প্রসবের বেদনা জানে মা
কবি জানে—ভেতরটা ঠিক কতটুকু ছিঁড়ে
একেকটা কবিতার শব্দ বেরিয়ে আসে।