ওগো মরন,আষ্টেপৃষ্ঠে বেঁধে নাও আমায়
বুকের সাথে এ বুক মেলাও
সমস্ত বিষাদ দুমরে মুচরে দাও
জল ঢেলে দাও আগুনে আমার।
থামিয়ে দাও এ বিষাদের গতি স্রোত
পন্ড কর এই অহেতুক খেলা
স্থবির করে দাও আমাকে এবার।
অনেক হল এই মানব জীবন
আত্ম ছলাকলা
এবার মুক্তি দাও বিনাশ করে
শুদ্ধ করে দাও।
হে প্রিয় মরন আমার
মানবতা পেলাম না জীবনের কাছে
তোমারই কাছে তাই ভিক্ষে মাগি
ভালবেসে আমাকে খুব শান্ত করে দাও।