ওরে অবিনশ্বর,
জীবনতো শেষ হয়েই যাচ্ছে
কবে এক ভোরে হয়েছিল আমিত্বের সূচনা
ধীরে ধীরে সে আমি হয়েছে গাঢ়
একই সাথে গিয়েছে মুছে গাঢ়তার রঙ।
যেন আমি পদ ছাপের উপর রাখছি পদ ছাপ
যেন আমি হাঁটিনি কভু
কেউ হেঁটেছে আমারই পায়ে ভর করে
আমাকে লিখেছে কোন কবি।
যেন আমি পাখির শরীরে পালক কেবল
শরীরের সাথে উড়ি,ঘুরি পরগাছা মোহে
হয়তো ভাবি আমিও পাখি
অথচ দুদিন পরেই ঝরব নিথর
নতুন পালকে ভরপুর ডানা উড়বে আকাশে তখনও।
যেন আমি জ্বলন্ত সিগারেট এক
কেউ ফুঁকে ফুঁকে শেষ করে দিচ্ছে আমায়
আগুনের উত্তাপে রয়েছি মেতে শীতল হাওয়ায়
আমি শুধু পুড়ি,দহনই আমার বাঁচা
স্বাদ বিস্বাদ সবই যেন অন্য কারও।