আমার এক বন্ধু কাল একটা ব্যাপারে জানতে চাইল।তা হল,আধুনিক এই যুগে মানুষের এত প্রযুক্তি নির্ভরতা সত্ত্বেও,যেখানে মানুষের বিজ্ঞানের ঘোরেই থাকার কথা...তারপরও কেন আমরা সাহিত্যের কাছে যাই।শত বছর আগের কবি ,লেখকদের এত সম্মান করি।এ ব্যাপারে সে চারটি পয়েন্ট চেয়েছে আমার কাছে।বিষয়টি নিয়ে তাকে নাকি কোথায় এক রিপোর্ট করতে হবে।আমার মন্তব্য আমি তাকে জানিয়েছি।তারপরও মনে হচ্ছে আপনাদের পরামর্শ পেলে আরও ভাল হয়।কবি কুলের কাছে তাই এ বিষয়ে কিছু মতামত আশা করছি।