তোমার ওখানে দিনের প্রাচুর্য
আমার এখানে গভীর রজনী
আমরা দু'জন মিলব কি করে?
তোমার জানালায় শীতের হাওয়া
আমার টেবিলে রোদের প্লাবন
আমাদের স্বপ্ন বুনব কি দিয়ে?


পূর্বে আমার অনিমেষ প্রেম
পশ্চিমে তোমার কাতর আশা
এখানে আমি পাগল পারা
ওখানে তুমিও কি উদাস শাখা?
মহাসাগরের এপার থেকে
ডাকছে তোমায় অপার চাওয়া।


বাঁধব তোমায় প্রিয়া আমার
ব্যাকুল দুখের অশ্রু দিয়ে
বাহুর ডোরে জাপটে ধরে
মরব গিয়ে লাজুক ঠোঁটে
দুইটি শালিক তিন যে হবে
তিনকে আবার করব জোড়া।


রাতকে দিলাম দিনের কাছে
দিনকে নিলাম রাতের পরে
তোমায় ছুলাম সূর্য তাপে
বোধের মোহন গোপন লোকে
পেলাম তোমায় বিশ্ব মাঝে
হলাম তোমার আকাশ তলে।