আর কিছু জানার ক্লান্তি এড়িয়ে মানুষ ভেবেছিল
ঢিলহীন পুকুরে মাছের লেজের স্থিরতা শুষে একদিন
ঘুমাবে সে,ঘুমাবে সে প্রস্রাবের বেদনা ভোলা বালকের মত উপুর হয়ে নিঃশব্দ--
তাই অন্ধকারে চোখের ভেতরে পোষেনি সে এতটুকু আলো.....


তবু সত্য মানুষের ঘুম ও স্বপ্ন আচমকা ভেঙে যায় তুলোর বালিশে
তুলোর বীজের মত অত্যন্ত অঙ্কুরোদগমহীনভাবে
আশাহীন উদ্ভিদের পাতার শব্দে মৃদু....


মানুষ ঘুমিয়ে গেলে পড়ে থাকে এক ঘুমন্ত মানুষ....


(২০২০)