আজো নেই কোন মূল্যবোধ
নেই কোন মনুষ্যত্ব
মানুষ মানুষ কে করছে খুন
ওরা কি মা নুষ!
নাকি মানুষ নামের নরপিচাশ
কেন আজ অবহেলা
বেদনার নীল আঁচলে
কেন অশ্রু মাখা?
জবাব নেই কেন-
মিথ্যের বালু চড়ে পড়ছে চাপা
দিনের পর দিন, রাতের পর রাত
আধারছন্ন এই ভুবন।
কিসের হুংকারে নিশ্চুপ
বাতাসের গন্ধ,
শান্তি র ঘুমে কেন অশান্তির গুম
হারিয়ে যায় পৃিথবী থেকে,
আর ক ত লাশ হবে
ছেলে হারা,বাবা হারা সামী হারা
জন নীর কান্নার অাত্তনাদ হবে?
এখন নরপিচাশ রা হচ্ছে জাগ্রত
খুনের মাত হারায় হচ্ছে মত্ত
কিসের লোভে?
ভাল মানুষের লেবাসে,ছদ্দবেশী
মুখোশ পড়া,
কার ইশারাই এই হত্যাযজ্ঞ
কিসের লোভে?
হত্যাকারীরা পড়বেতো ধরা
নাকি
ক্ষমতার অন্ধলোভে সব চুপছে যাবে,
হবে তো বিচার! আজো হবে কি?