আমি বাসবো শুধু তোমাকেই ভাল
পূর্ণিমার চাঁদ আঁধারকে দেয় যেমন আলো।
তোমাকে ভালবেসে হয়েছি আমি ধন্য
ভালবেসে মরতে শিখেছি তোমারি জন্য।
কিভাবে বলি এ লোকালয়ে
লজ্জায় নয়ন দু’টি রাখি গো লুকায়ে।
দিন-রাত্রি গ্রহ তারা আকাশে এক করে
উড়েছি তোমার আশায় পাখির মত করে।
ঝড়ের হাওয়ায় দামাল বাতাস যায় বয়ে
আমার হৃদয়ে জ্বলে আগুন তোমারে লয়ে।
সূর্য্যরে চেয়ে চাঁদের আলো যেমন ঠান্ডা থাকে
আমার এ মন শুধু তোমার ছবিই আঁকে।
সকল ক্ষুধায় তোমার কথায় আমার ভরে মন
তোমায় পেতে আমার অপেক্ষা আর যে কতক্ষণ।