মহাকালের মহাকাল তুমি
তুমি নূরের নূর।
সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি
জাহানে মহান সুরাসুর
তুমি আমাদের মহানবী
হৃদয়ে আঁকা তোমার চেতনা
তুমি রহমতের ছবি
তোমার নূরে পেয়েছি কূল
হবোনা কখনো অসত্যে ব্যাকুল
তোমারি তরে সপেছি প্রাণ
যতই আসুক বাধা ব্যবধান
করোনা কখনো লজ্জিত মোরে
যতই থাকি দূরে বহুদূরে ।।
তুমি আলোর দ্বীপ শিখা
যখন থাকি আঁধারে
আমি পাপী জরাগ্রস্ত অধম
বার বার মন চায় তোমারে
তুমি যে আঁধারে পরম
ক্ষমা করো প্রভূ মোরে
সদা ভয় অন্তরে
তোমারই নূরে যায় পথ দেখা
যেওনা ছেড়ে কখনো একা।