বন্ধু তুমি আছ বলে,
ভোরের কাকনে ভ্রমর আসে


বন্ধু তুমি আছ বলে
মনের গভীরে গভীরে
সিগ্ন বাতাসে স্ফুত হয় সুরভী।


ভ্রমর আসে ভোরের কাকনে
বন্ধু তুমি আছ বলে
রাত্রিকে আমি করি ভোর
শুধু তোমাকে দেখব বলে,
বন্ধু তুমি আছ বলে
রাত নিঝুম আকাশ মেঘে ঢাকে
বৃষ্টি ঝরে রিমঝিম বর্ষণ ধারার
বন্ধু তুমি এলে
রং ধনুর সাত রঙে
হৃদয় রাঙ্গাবে সাদা মনে।