একুশে ফেব্রুয়ারি তুমি স্বাধীনতার মুকুল
ভাষা আন্দোলনে, শহীদের নামে ঝরা ফুল।
বাহান্নর আন্দোলন, একাত্তরের রণ
সবকিছুর মূলে স্বাধীনতার সার্বভৌমত্ব ।


একুশ আমার অহঙ্কার
একুশ আমার গর্ব
ভাষার জন্য দিয়েছিল প্রাণ শত মায়ের সন্তানেরা
রক্তে অর্জিত হয়েছিল বাংলাভাষার অধিকার
পেয়েছে পরিপূর্ণতা  হলো ইতিহাস
আন্তর্জাতিক মাতৃভাষার।


একুশে ফেব্রুয়ারি তুমি স্বাধীনতার মুকুল
ধরার বুকে নতুনভাবে জন্ম নিয়েছিল দেশ
রক্ত দিয়েছে লাখো জনতা, হয়েছে বিলীন স্মৃতি
রক্ত মাখা রবি হয়েছে উদয়, বিজয়ের পতাকায়।


ভাষার জন্য জাতির জন্য দিয়েছিল যারা প্রাণ
তাদের স্মরণে শহীদ স্মৃতি ফেব্রুয়ারি মান
পেয়েছি আমরা জয় আন্তর্জাতিক মাতৃভাষার
অমর একুশে শহীদ দিবস জাতি করে শোক
সব শহীদের জননীর আজ অশ্র“ভরা চোখ
গড়েছি আমরা সোনার বাংলা
বাংলার মাতৃভাষা বাংলায়।