তোমরা দ্যাখো আজব এক খেল
নাই জ্বালানী নাই তেল ,
শুধু মারো  প্যাডেল
মানুষের জীবন যেন বাইসাইকেল।


গতির সাথে চমকালো
সাইকেলটা দৌড়ায় ভালো,
সময়ের সাথে জমকালো
অসময়ের রঙ হারালো,
মারো যতই জোরে জোরে প্যাডেল
মানুষের জীবন যেন বাইসাইকেল।


এক চাকা হইলে নষ্ট
আরেক চাকা দেয় কষ্ট,
জঙ ধরলে বুঝবে পসটো
কলুষ হাওয়াতে হলে আবিষ্ট,
মারো যতই জোরে জোরে প্যাডেল
মানুষের জীবন যেন বাইসাইকেল।


দেওয়ান লালন কেঁদে বলে তবে
আগুনের ভেতর বিশুদ্ধ জলে,
খুঁজে ভবের সাগর তলে
দ্যাখো সাইকেল চলে কার বলে,
মারো যত জোরে জোরে প্যাডেল
মানুষের জীবন যেন বাইসাইকেল।