দুর্বার উদ্দীপ্ত জওয়ান
সন্ধ্যায় এসেছে আহবান ,
এসেছে বঙ্গবন্ধুর ফরমান
অস্ত্র বিলিয়ে রাজারবাগে হও আগুয়ান ।


তোমার  জাগ্রত বাণী উদ্দাম উচ্ছ্বাসে
রাজারবাগে প্রলয় মহাসমুদ্র জাগে ।


তুলে দিতে হাতে হাতে
বুকের অসীম সাহস ধরাতে,
হবে প্রতিরোধ সন্মুখ
পঁচিশের কাল রাতে ।


বিশেষ সহকারী গোলাম মোর্শেদ
এনেছেন সেই বার্তা
বঙ্গবন্ধুর আহবানে স্বাধিকারের
প্রথম উদ্দাম জয়যাত্রা ।

ঘণ্টা বাজিয়ে
আব্দুল আলী খান
পাকসেনাদের আক্রমণের
আগাম আভাস দেন ।


বীর পুলিশেরা অদম্য ভয়হারা
অস্ত্রাগারের দ্বারে ছুটে ছুটে দিশেহারা,
খুঁজে ফিরে জওয়ানেরা বারে বারে,
ভেঙ্গেছে দ্বার মুক্তির জোয়ারে ।


লুটিয়ে অস্ত্র হাতে হাতে
সার্জেন্ট মর্তূজা সাথে সাথে  
সালামী গার্ডে পতাকা উড়িয়ে অবাক অভ্যুদয়
দুর্জয় দুর্বার স্যালুট সমগ্র রাজারবাগময় ।


চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বীর পুলিশের দল
মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ
শুরু হল প্রথম প্রতিশোধ,
ব্যাংকার আর ছাদে থ্রি নট থ্রির নল।


হানাদারের কনভয়ে প্রথম বুলেট ছুটে গেল
সেই বীর পুলিশের ট্রিগারে সূচিত হল
শান্তিনগরের ডন স্কুলের ছাদে অগ্রণী
প্রথম প্রতিরোধ প্রথম  জয়ধ্বনি ।


মুক্তির অগ্রযাত্রা
অপারেটর শাহজাহানের  বেতার বার্তা,
উদ্দীপ্ত কালজয়ী সেই বার্তায়,
মুক্তিযুদ্ধ সবখানে ছড়ায় অভিনব মাত্রায়
-


-base for all station of east Pakistan  police
keep listening , watch,  
we are already attacked by  pak army ,
try to save yourself , over  -


সেই কাল রাতে আধুনিক অস্ত্রে হানাদারেরা সম্মুখে
উঠে গর্জে রাজারবাগের হাজার পুলিশের  বুকে ,
তবুও বীর পুলিশের থ্রি নট থ্রির উচ্ছল
কালের সাক্ষী প্রথম প্রতিরোধ আর প্রথম দাবানল ।


বাবর আলী,  মহিউদ্দিন, আব্দুল আলী,
শাহজাহান মিয়া আর ইমান আলী সহ
নাম না জানা আরও হাজার বীরেরা,
শুধুই জেনো বীর পুলিশেরা,


তোমরা আজো দুর্জয় দুর্বার ,
সূচিত মুক্তির দ্বার,


তোমাদের হাতে হাতে পদাঘাতে
উদ্দাম জয়যাত্রার সাথে  ।


ট্রেসার বুলেট  আর ফ্লেয়ার
ম্যাগনেসিয়ামে ঢাকে  আকাশ নীল
তিমির আকাশে আলো দিয়ে জাগে
দেশপ্রেম,  জাগে দ্রোহের ঢেউ ফেনিল ।


তোমাদের  রক্ত  তোমাদের আত্মদান
উন্নত শির রবে
বীর পুলিশের এগিয়ে চলার
শৌর্য বীর্যের উৎসবে।


বুকের মাঝে বুলেট নিয়েছে
বীরেরা অকুতোভয়
থ্রি নট থ্রির লড়াইয়ে  
তবুও আত্মপ্রত্যয়, ,


উদ্দাম কলরবে সমারোহে
আত্মদানে সয়েছ যন্ত্রণা দুঃসহ
বীর পুলিশেরা ইতিহাস-পটে
আজো মুক্তির মহীরুহ ।


উদ্দাম জয়যাত্রার পথে জেনো
গড়েছ দেশপ্রেম নিবিড়
তোমার পানে নত শির জানাই
তুমি শ্রেষ্ঠ বীর ।


জ্বালিয়ে বাতি মুক্তির
সারথি  নিত্য ,
হাজার কোটি স্যালুট
শ্রদ্ধাবনত  মম চিত্ত ।



(মোশতাক আহমেদের  গবেষনা , স্ক্রিপ্ট ও চিত্রনাট্যে এবং বাংলাদেশ পুলিশের প্রযোজনায় নির্মিত ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধ’ নামক প্রামান্যচিত্র  থেকে অনুপ্রাণিত ।
উৎসর্গ-
পঁচিশে মার্চের কালরাতে ১১২ জন পুলিশ সদস্য দেশের তরে জীবন দান করেছেন।   স্বাধীনতা যুদ্ধের নয় মাসে  জ্ঞাত সংখ্যায়  ১২৬২ জন পুলিশ সদস্য , ডিআইজি থেকে কনস্টেবল পদের যারা দেশের তরে জীবন দান করেছেন, সেইসব  বীরদের স্মরনে )