তুমুল বৃষ্টিতে নিজে
ছাতা রেখে ভিজে
কার জন্য এমন আশ্রয়
সবুজ অরণ্য কার জন্য সুন্দর হৃদয়,
বুকের ভেতরের কুসুম কোমল কথা বলবেই
পৃথিবীতে একটিও খারাপ বাবা নেই ।।


সন্তান আপ্লুত অন্ধ বাবার গায়ের গন্ধ
নির্ভরতার এমন পরম সুখ
বুকে ঢেউ তুলবেই
প্রতিক্ষন যোজন যোজন
দিবা রজনী তুলে ধ্বনি
পৃথিবীতে একটাও খারাপ বাবা নেই।।


সন্তান হয় অনন্য বাবার জন্য
অন্তর ডুকরে কাঁদবেই
চোখের মনি তোলে প্রতিধ্বনি
পৃথিবীতে একটাও খারাপ বাবা নেই।