চোখে আজকাল শুনে কম
কানে দেখে বেশী,
নাকে আজকাল চরম রুচি
মুখে ঘ্রানের পেশী।


হাত দুটো বেশ হাঁটে ভাল
পা দিয়ে ঝুলায় থলে,
পেটে হয় কাশি তাহার
চা খায় বরফ জলে।


পায়ে পড়ে হাত ঘড়িটা
মাথায় পড়ে মোজা,
দাড়ালে পিঠ বাঁকা করে
বসলে বসে সোজা।


দাড়িয়ে ঘুমায় ঘোড়ার মত
চোখ দুটো রাখে খোলে,
টুথব্রাশ দিয়ে চুল আচড়ায়
নিজের নাম যায় ভূলে।


গলায় যে হয় গ্যাস্ট্রিক তার
বুকে করে আমাশয়,
বুদ্ধি থাকে নাকের ঢগায়
বাপকে ডাকে মহাশয়।


পিঠে যে তার পাকস্থলী
কিডনি দুটো বগলে,
মগজটা গোবর করেছে দখল
বায়ূ না ছাড়ে আড়ালে।