আমাকে বুঝালেন কবি;
এভাবে লেখা হয়না কবিতা-
কবিতা লিখিতে হয়; আবেগের নদীতে ভেসে
ভাবের সাগরে ডুবে,মিনি-মুক্তোর মত শব্দ,ছন্দ জোড়ে।


আমিত জানিনা সাঁতার
আবেগের নদীতে নামিনী ড়ুবে যাবার ভয়ে,
কাচা-পাকা পথ হাঁটতে থাকি ভাবের সাগরে যেতে-কখনো গ্রাম কখনো বা শহর
পাহাড়, নদী-নালা, হাওর। চলছি অবিরত
আনন্দ-বেদনার বাস্তবতা কত যে দেখিলাম পথে                                                  বিয়ে বাড়ীতে আনন্দর ধুম,মরাবাড়ী মাতম!
দিন মজুরের কাম নিয়ে কাড়াকাড়ি,শান্ত
মহাজনেরা।
কোথাওবা পথজোড়ে বিরাট সভা
কোথাওবা নানান রঙ্গ শ্লোগানে মিছিল-
মানিনা,মানবনা,জ্বালাও,পোড়াও,শান্তি চাই!
আবার কোথাও মারামারি!
কবি হলে শত কবিতা লিখত
শিল্পী হলে শত ছবি আঁকত
এ সকল বাস্তবতা দেখি।
তবুও আমি ভাবের সাগরে চলছি
কবিতা লেখে কবি হবার তাগিদে।


দেখিলাম সেতায় মুনিঋষিরা কেহ উঠে কেহ ডোবে,                                                                   আমিও চাইলাম ডোবিতে সেথায়
মুনিঋষিরা শুধালো আমায়;শাস্ত্র মন্ত্র জানো ?
আমিত অধম দুঃখ পেলে কাঁদিয়া উঠি
আনন্দ দেখিলে হাঁসি,
সুযোগ পেলে বলিতে চাই এতটুকু'ই জানি।