অপরিপক্ক চাষীর ন্যায়
প্রণয়ের জমিতে বুনেছি হৃদয়ের যত প্রেম ।
অনন্ত কাল দাড়িয়ে আছি
দু বাহু প্রশারিত করে,
জানি বক্ষবন্ধনে পাব না কাউকে
তবু নিরন্তর ছুটে চলেছি
প্রেম আলেয়ার পিছে;
এ যেন এক নির্মম মরিচিকার খেলা ।


স্নায়ুর প্রতিটি শিরা-উপশিরায়
চাষ করেছি অপরাজিত প্রেমের
নির্মল উপখ্যান ।
কিন্তু কন্ঠ নালির মৃদু কম্পনে আমি ভীত ।
তাই শত চেষ্টায় ও বলা হয়ে ওঠে নি,
ভালোবাসি তোমায় ।


আনাড়ি এক চাষী আমি,
হৃদয়ে বেরে ওঠা প্রেম আজ রিক্ত
জলসিঞ্চনে ডাটো করতে পারিনি
যত অব্যক্ত কথা ।