হ্রদয় কাঁদিয়া কহে ব্যাথ্যাকে
কেন বার বার আসো,
দুয়ারে দাঁড়িয়ে নির্লজ্জ ভাবে
করাঘাত কর অবিরত।


বদলে যাওয়া রঙের খেলায়
মত্ত হয়ে থাকো
খবর কি রাখো
চুরমার করে খাঁচার বাধন ভাঙ্গো।


আমার আঙ্গিনায় বিচরণ করে
স্বপ্ন শত শত
কেউবা করে উপেক্ষা তোমায়
কেউবা হয় ক্ষত।