কি গো, ওরা শাস্তি পেল?
নাকি আবার সূঁচ ফোটাল?
ওই যে দেখো কাঁদছে কত,
ওরা সবাই আমার মত
মরছে কত!
হচ্ছে শিকার সূঁচে - লোহায়
বাড়ছে ক্ষত, সমাজ ঘুমায়।
মায়েরা আমার আর কেঁদোনা
আসব ফিরে ;এবার তো আর
চোখের জলে জন্মাবোনা।
এবার আমি আগুন হব,
অগ্নিকন্যা জন্ম নেব।
বদলে দেব হাতের রেখা,
নামটি রেখো বহ্নিশিখা ।।