ঘুরতে গিয়ে প্রথম দেখা. তারপর এত ভালো বন্ধু হবে ভাবিনি. ড্রাইভার এর সিটে বসে উপরের কাঁচ দিয়ে আড়চোখে তাকানোটা নেহাতই কৌতুকের ছলে নিয়ে ছিলাম. ফিরে এসেও কথা বলতে থাকাটা সাধারণ ভেবেছিলাম. কিন্তু যেদিন বুঝলাম সে আমাকে সেই কাঁচ দিয়ে কি চোখে দেখেছিল সেদিন বড় মন খারাপ হলো. পরে শুনলাম তার বিয়ে ঠিক হচ্ছে কিন্তু সে একজনকেই ভালোবেসে যাবে সারা জীবন.
আজও বুঝিনি ভালোবাসা এত সহজে কারোর মনে কীভাবে চলে আসে. তার কাছে নিজেকে ছোটও মনে হয়.
        
          জানি গল্পটা পড়ে ভাববেন কেন এমন লিখলাম. আসলে মনের কথা ভাষায় প্রকাশ করলে মনটা অনেক হালকা লাগে.


        রচনাটি নিতান্তই সাধারণ এক অভিজ্ঞতা..