দরজাটা খোলাই ছিল, কোন ফাঁকে নীল রঙা এক পাখি
ঢুকে পড়েছে ঘরে, বেমালুম
ধারাল ঠোঁটে সোনালী রোদ এনেছে দেখি
ওর উত্তাপেই প্রথম ভাঙল আমার শীত-ঘুম।


শীতলা পূণ্য জাহ্নবী ওসব কি আর চাই
বরং নিশ্বাস নিই দুই বুক ভরে
আয় পাখি, তোর সাথে জ্বলেপুড়ে ছাই
স্বর্গ-দ্বার থেকে কিছুটা দূরে