তোমরা নাকি শব্দ পাও না
শব্দ নাকি অতি ক্ষীণ ?
আমি তো গুনি রাতের প্রহর,
হয়েছি আজ ধোঁয়ায় বিলীন...


শব্দ শুনি হরেক রকম !
বালিশ ভেজা তুলোর মতো,
কিংবা তোমরা বলতে পারো
অনেকটা যেন ভালোবাসার ক্ষত।।