কবিতায় প্রত্যাশা
------------------------------#বাসব রায়


কবিতা একধরণের শক্তি ৷ মানসিক সৌন্দর্যের অপার্থিব প্রকাশ এবং রাষ্ট্রিয় বা সামাজিক প্রেক্ষাপটকে নানাভাবে উপস্থাপনের মাধ্যম ৷ প্রত্যেকটি মানুষের অন্তরেই যেমন একটি সুন্দর বীণা আছে তেমনই সুরও আছে আর সেই সুর আর ভাবনার মিলনরথেই কবিতার বসবাস ৷ কবিদের কল্পনাজগতে অকল্পনীয় সৌন্দর্য বিদ্যমান ৷ এক্ষেত্রে গল্প , উপন্যাস বা প্রবন্ধ কিছুটা হলেও ব্যতিক্রম ৷ তবে প্রতিটি ক্ষেত্রেই তাল লয়ের প্রভাব লক্ষ্যণীয় ৷ জীবনের যেমন উত্থানপতন আছে , আছে ভালোমন্দ ঠিক তেমনই সবক্ষেত্রেই একটি কাম্য ধারাবাহিকতা বাঞ্ছনীয় অবশ্যই ৷


আমি কবিতা পছন্দ করি ৷ কবিতার সাথে জড়িয়ে আছে আমার অন্তর-বাহির ৷ তবে কবি হতে পারিনি আর সে সক্ষমতা আমার নেই , এ আমার অকপট স্বীকারোক্তি ৷ যাঁরা কবিতা লিখে চলেছেন অবিরাম তাঁরা কবিতার মাঝে নিজেকে সঁপে দিতে সক্ষম হয়েছেন ৷ গভীরতম উপলব্ধির চৌকাঠ পেরিয়ে এক একটি কবিতা তাঁদের ছোঁয়ায় যেনো জীবন হয়ে ওঠে ৷ চলমান সময়কে সুনিপুণ ক্যারিসমায় একটি রূপ দেয়া সহজ কাজ নয় আর যেনারা এরূপ দুরূহ কাজটি অবলীলায় সম্পন্ন করে চলেছেন তাঁদের প্রতি আমার সবিশেষ প্রণতি ৷ এ আমার হৃদয়ের কথা , উজাড় মনের নিঃস্বার্থ ভালোবাসার কথা ৷


প্রেম ছাড়া কবিতা হয় না এমন একটি প্রচলিত কথা চালু রয়েছে ৷ হ্যাঁ , প্রেম আর  ভালোবাসা ছাড়া জীবনের সবকিছুই অন্ধকার ৷ তাই প্রেম থাকবেই অন্ততঃ যতদিন প্রজন্ম টিকে থাকবে ৷ প্রেম থাকলে প্রেমের আনুষঙ্গিক বিষয়গুলো প্রচলিত পথ বেয়েই হাজির হবে সেটিই স্বাভাবিক ৷ তবে জীবনবোধের ক্ষেত্রে কখনও যন্ত্রণা বা দ্রোহের উপস্থিতি কবিতাকে আরও প্রাণবন্ত করে তুলে ৷ কবি তাঁর নিজস্ব মাধুর্য মেশায়ে কখনও বিপ্লব , কখনও প্রেম-বিরহ , কখনও অপাঙক্তেয় বিষয় , কখনও বৈচিত্র্যময় প্রকৃতিকে নিয়ে নানা কলাকৌশলে লিখবেন যা পাঠকসমাজে সমাদৃত হবে এবং উত্তর প্রজন্ম উদ্বুদ্ধ হবে ৷


কবিতায় কাঠিন্য বলে কথা নেই ৷ প্রেয়সীর নরম চুলে যেমন প্রেমিক চাঁদের আলোর ছোঁয়া পান তেমনই কবিতার অক্ষরেও কবি সরল মনের ছবি আঁকেন ৷ বিরহের বাঁশিতে যখন প্রেমিক উদ্বেলিত হন তখন কবিও তাঁর  লেখনীতে শিবরঞ্জনী ছড়িয়ে দেন ৷ ক্ষতবিক্ষত সময়কে বুকের গভীরে লালন করে একটি অনিন্দ্য চারুকলায় রূপায়িত করাই কবিদের উদ্দেশ্য ৷ ছড়াকাব্যে খুব হালকা মেজাজে ইংগীতবাহী বিষয়ের নজরকাড়া উপস্থাপনই মূল কথা ৷ কবিতা বর্তমান সময়ে আরও বলিষ্ঠ ভঙ্গিমা নিয়ে বিবিধ শাখাপ্রশাখায় বিভক্ত হয়েছে ৷ কবির বয়স নিয়ে কোনো কথা নেই কারণ একজন কবি সবসময়ই কিশোর , সবসময়ই যুবক ৷


কবিতা চলুক নিত্যনতুন ধারায় ৷ কবিরা সমৃদ্ধ চয়নে এগিয়ে চলুন সামনে আর পাঠকসমাজ হোক উপকৃত এটিই প্রত্যাশা ৷