প্রবাসী জীবন
               মোঃ বায়েজীদ বোস্তামী


ভোর বেলাতে রবির আলো নিত্য দেখা যায়,
শিশির ভেজা ঘাসের ছোয়া পাইনি কেন ভাই?


পাইনি কেন মায়ের হাতের খই-মুড়ি  আর সেউ,
লুকিয়ে লুকিয়ে খেতাম কত বকতো নাতো কেউ।


পাইনি কেন সজীব হাওয়া, পাইনি কেন গাছের ছোয়া?
পাইনি কেন সবুজ মাঠে, একটুখানি খেলতে যাওয়া।


হয়না কেনো হৈহুল্লো, হয়না কেন মজা?
সন্ধ্যাবেলা মায়ের হাতে, পাইনি কেন সাজা?


মাগো আমি আসছি তবে, প্রবাসী জীবন ছেড়ে,
অচলখানা বিছিয়ে দিয়ো, তুমি আমার তোরে।