সবুজ খামের ভিতর জুড়ে
একটি কথাই লিখি,
জীবন জুড়ে থাকে সবার
বন্ধু নামের পাখি।
সময় যখোন কপাল বোনে
ভাগ্যে পড়ে মিত্র,
তারাই এসে ভরিয়ে তোলে
পাল্টে ফেলে চিত্র।
এ যেন এক রঙ্গিন পাওয়া
সাত রঙ্গা রংধনু,
তোমার আমার প্রানের সখা
প্রাচীন খাতা মনু।
সখ্য গড়ে মনের মিলে
হ্নদয় জুড়ে প্রিতি,
বন্ধু তোরা থাকিস মনে
রাখিস ধরে রীতি।
দূরে গেলে মনের কোঠর
খুঁজতে থাকে স্মৃতি,
যন্ত্র কভু হয়নি প্রকাশ
আছে কতো মিতি।
জিন্দেগি তার হাতের মুঠোয়
অসীম পাওয়া মন্দু,
আছিস বলে; হ্নদয় বলে
আমার প্রানের বন্ধু।
বি:দ্র:- কবিতাটি বন্ধুদের উদ্দ্যেশে উৎসর্গ করলাম, বন্ধু দিবসে।