মিছে মিছে বাড়াবাড়ি
বন্ধুরে তুই যাসনে ছড়ি,
কত কথার কলকলানি
একটু কথায় দু:খ ভুলি।
দুই- দুইয়ে পিড়াপিড়ি
মোদের মাঝে থাকতো আড়ি,
যতোই থাকি কষ্টে পড়ি
দেখবে না কি পদ্মার মাঝি।
সুখ দু:খের ভাগা ভাগি
বন্ধু নামের পরাণ জুড়ি,
বিদ্যালয়ের সাজেশনটা ;
আনতে হবে আমায় না'কি।
মন ভোলানোর বন্ধু আমি
আমিও কী কম পারি,
দিনে দিনে উর্ধ্বে পড়ি
আপন ভাবার ছাড়াছাড়ি।
বলত সে যে যাসনে ছাড়ি
পাইনা খুজে এখন তারেই।
হঠাৎ যেদিন বললো সরি
মনের মাঝে কষ্ট ঝুরি ;
বইছে যতো নিরব নদী।
এখন কী আর ডাকতে পারি??
অভিমানি বন্ধু বলি।