সবে হাফ প্যান্ট ছেড়ে
বয়স সন্ধিতে পদার্পণ,
স্কুলের পর্ব গুনে পার
ধূলো বালির যতো অর্পণ।


হটাৎ মস্তিষ্কের খোদ পরিবর্তন
চখের সামনে অবাক বালিকা !!
স্বপ্নে নাড়া দেয়, ঝড় তুলে
মন্দ লাগে সব অট্টালিকা।


পলকেই শুরু নতুন আবিষ্কার
যেন এক দৈব মিলনের সুর,
ভাবনা ঐ রক্ত মাংসের শরীর
টোল পড়া গালের হাসিতে বিভোর।


ভাবনা শরীরে ল্যাপ্টে থাকা কাপড়
নেশার ঘোর বালকেরে টানে,
মরিচিকারে ছাই ভেবে, ভুলে
পিছু করে নষ্ট সুখের পানে।


শরীর থেকে সব নিংরে আনে
যত শত জলন্ত আগুনের রস,
মাংস পিন্ডের ছায়া তাড়া করে
নির্ঘুমে,তার ঘোরে হয় অবস।


সেইতো প্রেমে পড়ার বয়স
ষোল আনা না চুকাতেই শেষ,
দু'একটা চুমুতে যার শুরু
রক্ত মাংসের জলন্ত সেই দেশ।


যার হাতে খড়ি বটতলার গল্প
মায়া জাদুর টানে ঘেটে দেখা,
রক্তে মিশে থাকা ক্ষণে
যতো সব নষ্ট ছবি আঁকা,,,,।