তার মাঝে বিচিত্র কিছু পাইনি
তবুও চেয়ে থাকা অপলোকে,
মিষ্টি হাসিও চোখে পড়েনি
নাই চাহুনির মায়া, চোখে মুখে।


রঙ্গিন কাপড়ে রুপোসী লাগেনি
দুপুরের রোদে ঝলসেনি আখিঁ,
তার কোমরে পড়া বিরূণী দেখিনি
তার তালতমালে ডাকেনি পাখি।


তার পাশ ঘেষে কোন ঘ্রান পাইনি
আগমনে মুখরিত হয়নি চারপাশ,
ভালো লাগার কারণ নাই তার মাঝে
তার জন্যে কখনো আটকায়নি শ্বাস।


তবে কেনো পিছে পড়ে থাকি
স্বজনের শুনিনা কোন বারণে,
যে যাই বলুক, সত্যি এটা যে
তাকে ভালোই লাগে অকারণে।