একজনের বিপদ দেখে অন্যজন
পাশকাটিয়ে যায়,
জানি না? কোন ভুলে পালায়
এ কেমন  ভয়।


অনেকেই স্বপ্ন দেখে বড় হবে
উঁচু শৃঙ্গ করবে জয়,
মনষত্বকে মাড়িয়ে তা হবে;
এমনটা হবার নয়।


জাগতিক লাভ-ক্ষতি খুঁজে খুঁজে
জনে জনে দিশেহার,
মনের প্রশান্তি খোঁজে যারা
স্রোতের বিপরীতে তারা।


ভিতরে তাদের পচাঁ ক্ষত
তাড়া করে অবিরত,
অন্যায় তাদের আশ্রয়ের ঘরে
হয় তারা নত।


যারা স্রোতের অনুকূলে হাঁটে
ভালোটাই তাদের ভয়,
বাধা,বিপত্তি মাড়িয়ে এখনো
পায়নি তো বিজয়।


মানুষ মানুষের জন্যে সবাই বলি
পাশ কাটলে কি চলে,
উপ-কর্তারা সঠিক পথে চলে
পরম ধর্মের কথা বলে।