তোমার বাড়ির পাশে যে শিমুল গাছটা
তার প্রতিটি ফুল আমার খুব প্রিয়।
আমার মনের আয়নায় তোমার যে প্রতিবিম্ব
তার প্রতিটি মুহুর্ত
এখনও আমার আঁখিপটে অটুট।
এক বৃষ্টিরাতে তোমাকে নিয়ে যে কবিতাটা লিখেছিলাম,
তা আজও প্রতিধ্বনিত হয় আমার বুকের পাঁজরে।
যখন তোমার ছবিটা আঁকতে বসি আমি ,
আমার অভিমানী তুলিটা
তোমার ডানগালের তিলটা আঁকবেই।
আজও আমার সুদূর প্রবাসী চোখে
তোমার চোখ দুটো যেন গভীর সমুদ্র ,
অনায়াসেই ডুবতে পারি আমি।
তোমার দাতগুলো যেন
সাত সমুদ্রের অতল থেকে তুলে আনা মুক্তরাশি-
যা কেবল তোমারি।
আর তোমার এলোমেলো চুলগুলো-
যেন কালবৈশাখীর ঘন কালো মেঘ
গ্রীষ্মের দাবদাহের পরম স্বস্তির এক দমকা হাওয়া।
আর তুমি?
তোমাকে যে কী বলবো-
তুমি যেন জ্যোত্‍স্নারাত...  
বড় মায়াবী, বড় হেয়ালী, বড় কোমল,
বড় স্নিগ্ধ তুমি।

---/--- (১০/০৮/২০১৭)