সুখের আঁচ চোখে মুখে ধরো না  
কষ্ট পাবে ।  
চিনি ছাড়া চা বিস্কুট মিষ্টি নোনতা
নষ্ট যাবে ।


দীর্ঘদিনের সঙ্গীর সংরাগ কিসসার কুমারী কোলাজ
রোজকার নামতায় রাতজাগা চুপমগ্ন দৃষ্টিলগ্ন লাজ ।  
বিদ্যুতের রেখা আকাশের    দেউরিতে ঝলমলে চাঁদ
আচমকা দরজার খিল খুলে বৃষ্টির সকাল গলার ফাঁদ ।


একলা থাকার অনুভব বিশ্বাসের আলপিনে
কাপড়ের আলগা সেলাই আগলে সন্তর্পণে  
এসো, আরো কাছে বসে দেখি ।
স্মৃতির এ্যালবামের বিলোল পাতা সঙ্গোপনে
নিঃশব্দতার জ্বরে ঋগ্ধ হতে শিখি ।  


বিকাশ দাস / মুম্বাই