একটা ঘরে
অনেকদিনের সংসার
কাটিয়ে এসেছি দু’জনে ।


বেশির ভাগটা রমণীর গুনে ।


এক কাঁথায় শীত ভাগ করে
এক কাপড়ে সুখ দুঃখ ধরে
রেখেছি বেঁধে  হৃদয় হৃদয়ের স্পন্দনে ।


বেশির ভাগটা রমণীর গুনে ।


এক চুটকি
সম্বরার ঝাঁজে   গোটা সংসার ।
এক মুচকি
হাসির ভাঁজে   গোটা সংসার ।


বেশির ভাগটা রমণীর গুনে ।  


দিনযাপন   আলাপনে
বিয়ের বাসন কোসনে
এক বাক্যের শাসন
এসো ঘরে
বসোনা  চৌকাঠ ধরে
সুখ শান্তি চলে যায় অন্য বাড়ির উঠোনে ।


বিকাশ দাস / মুম্বাই