বেঁচে আছি     নিয়ে ধার দেনার ভার
ভালো আছি   নিয়ে সম্পর্কের ফোস্কা
বাঁচার হ্যাপা নিয়ে সংসারের দরবার

উৎকীর্ণ স্বাক্ষর
আমার অভিশাপ গানের কলি জীবনের সন্তাপ ।

একদিন
পিলসুজের আলোতেই    মাথার আকাশ আলোকিত করবো  
ধার দেনা শোধ করে তোমার চোখে চোখ রেখে কথা বলবো
যদিও
আমার দুহাত বেকারবৃত্তির কলুষ মাখা  
জাবর কাটা মুখ চিবিয়ে অভাবের তেষ্টা
অনেক পড়ে জেনেছি
পেটের কঠিন ক্ষুধার চেয়ে কঠিন সম্মানের ক্ষুধা ।
তবু ফিরিয়ে দেবো  পেটের ক্ষুধা
তবু শোনাবো
ছায়ামদির সন্ধ্যার সেতারে ভালো থাকার রোজকার গান
ফুটপাথের সড়কে ঠা ঠা রোদ্দুরে বসে      গোটাদিনমান ।  

আজ এসো প্রিয়  
অবশেষে
আমি যে ফিরি দুয়ারে দুয়ারে
আমি ঢের আগে      হয়েছি পাথর
তোমাদের ভালোবাসার সাঁকোর নিচে ।  


বিকাশ দাস /মুম্বাই